পবিপ্রবি উপাচার্য পিজি হাসপাতালে ভর্তি

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশীদ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন।

লা‌ন্সে বড় ধর‌নের সমস্যা দেখা দেয়ায় ডাক্তাররা তাকে ঢাকায় পাঠা‌নোর পরামর্শ দি‌য়ে‌ছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর হেলিকপ্টরে করে তাকে ঢাকায় আনা হয়েছে।

উপাচার্যের স্ত্রী কণিকা মাহফুজও অসুস্থ।দুইজনকেই সকাল ১১:১৫ কাছাকাছি সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সূত্রে জানাযায় তাদের দুজনেই সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য গিয়েছিলেন।

উপাচার্য ও তার স্ত্রী সোমবার দুপুরের দিকে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।

উল্ল্যেখ্য,এছাড়াও উপাচার্য প্রফেসর ড.মো.হারুনর রশীদ ডায়াবেটিস, অ্যাজমা ও ফুসফুসে সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।