দোহারে মাদকদেবীর জরিমানা ও কারাদন্ড

মাকসুমুল মুকিম :

ঢাকা দোহারে তিন মাদকসেবী কে আটক করা হয়েছে। ১৮ এপ্রিল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে দোহারের বিভিন্ন স্থান হতে এদের আটক করা হয়। আটককৃতরা হলো চর কুসুমহাটি গ্রামের মৃত শাহাজউদ্দীন মোল্লার ছেলে আলমাছ মোল্লা (৫০), জয়পাড়া এলাকার আব্দুল গফফার এর ছেলে মাহবুব (৪০), উপজেলার দেবিনগর গ্রামের মোঃ কাঞ্চন মিয়ার ছেলে মিয়া (৪০)। জানা যায় দুপুর ১২টা ৩০মিনিটব এবং ১ টা বাজে জয়পাড়া রতন চত্বর এলাকার বাস ষ্টান্ড হতে চাঁন মিয়া এবং মাহবুব কে গাড়ির ভেতরে গাজা বানানোর সময় আটক করা হয়েছে। বাকি এক জন আলমাছ মোল্লা কে ১ টা ৩০ মিনিটে চর কুসুমহাটি হতে আটক করা হয়। মাদকদ্রব্য ইন্সপেক্টর দোহার মোঃ কবির হোসেনের নেতৃত্বে এদের আটক করা হয়। পরে আটক কৃতদের ভাম্রমান আদালতে তোলা হয়। ভাম্রমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট জ্যোতি বিকাশ চন্দ্র তার আদালতে আলমাছ কে নগদ ৫ হাজার টাকা এবং মাহবুব কে ৫ শত টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এর মাঝে মাদকদ্রব্য গাজা সেবনরত অবস্থায় আটক করা চাঁন মিয়া কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৪২ ধারায় ১ মাস বিনা শ্রম অনাদায়ে ৫ শত টাকা অনাদায়ে আরো ৫ দিনের কারাদণ্ডে দন্ডিত করেন। জ্যোতি বিকাশ চন্দ্র বলেন দোহারে কোন মাদকসেবি পার পেয়ে যাবে না। দোহার কে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এ নামিয়ে আনার জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।