ইলি বাড়ৈর কবিতা : টাক্ সেজে

ঠেলার নাম বাবাজি
আরে আরে; কর কী ? কর কী?
গোঁফ রেখে, টাক্ সেজে
সামনে ধর আয়না যে;

অন্যেরে দেখাবে ?
তা-ই বলি-
পজিটিভি হবে-সাবধান! সাবধান!
করোনার থাবাতে।

চেও নাকো আগে-পিছে,
যেও নাকো ডাইনে
করো নাকো বাহাদুরি
যুক্তির চৌকসে।

আছে শুধু মাথামুÐু
চৌকস বলি কাহারে-
লুটে নিলো চায়নারা সব,
বিষম খেলো ন্যারা যে।

কারো কথার ধার ধারে না
এদিক-সেদিক ঘুরতে মানা;
মুক্তির নিয়ম কেউ মানছে না
মাক্স পরে না, দূরত্ব বোঝে না,
সব কিছুতেই না-ন-না।

দিনে দিনে মৃত্যু সংখ্যা বাড়ছে-
হুঁস হলো কি?
তখন ইচ্ছে জাগে ঐ ব্যাটাদের,
গোঁফ ধরে খুব নাচি।

ইচ্ছে করে মুর্খগুলোর
মুন্ডু ধরে কোঁদাল দিয়ে চাঁচি।
ফাঁন্দে পরলে বুঝবে তখন;
ছেড়ে দে মা কাইন্দা বাঁচি।