দোহারে মোবাইল কোর্টে তিন বেকারি মালিককে জরিমানা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের উদ্যোগে খাদ্যদ্রব্য উৎপাদনকারী বেকারিগুলোতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা এবং জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এফ.এফ.এম ফিরোজ মাহমুদ নাঈম।

এসময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, খাদ্যদ্রব্যে বিষাক্ত রং ও ক্যামিকেলের ব্যবহার এবং পণ্যের মেয়াদ ও মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বান্দুরা, মায়ের দোয়া ও শাহ সুলতান নামে ৩টি বেকারিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসাইন ও দোহার থানা পুলিশ ফোর্স।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এফ.এফ.এম ফিরোজ মাহমুদ বলেন, বেকারিতে বিএসটিআই’র অনুমোদন থাকা আবশ্যক।

এছাড়াও বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, খাদ্যদ্রব্যে বিষাক্ত রং ও ক্যামিকেলের ব্যবহার এবং পণ্যের মেয়াদ ও মূল্য না থাকালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?