পূজামন্ডপে কোরআন রাখা সেই ইকবাল কুমিল্লায়

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল­া: ২২ অক্টোবর ২০২১
পূজামন্ডপে কোরআন রাখা ইকবাল হোসেনকে আজ শুক্রবার দুপুরে কুমিল­ায় আনা হয়েছে। দুপুর ১২ টায় একটি কালো মাইক্রোবাসে করে তাকে কুমিল­া পুলিশ লাইনে আনা হয়।

বৃহষ্পতিবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পরে ঐদিন রাতেই একটি টিম কক্সবাজার পৌছেঁ ইকবালকে সনাক্ত করে। কক্সবাজার পুলিশ এর কাছ থেকে ইকবালকে কুমিল­া পুলিশ নিয়ে ভোররাতে রওনা হয়ে দুপুরে এসে কুমিল­া এসে পৌছায়।

কুমিল­ার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারের নেতৃত্বে আটক ইকবালকে এইমাত্র কুমিল­া পুলিশ লাইন্স-এ আনা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ে আনার কথা থাকলেও স্থান পরিবর্তন করে তাকে পুলিশ লাইন্সে আনা হয়।

এদিকে আটক ইকবালকে পুলিশ লাইন্স-এ রিসিভ করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তানভীর আহমেদ সাংবাদিকদের জানান, খুব শীঘ্রই এ বিষয়ে সাংবাদিকদের সামনে ব্রিফ করা হবে।

তিনি জানান, জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে ইকবালকে জিজ্ঞাসাবাদ করে বিকালের পর উলে­খিত বিষয়ে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ