হাজীগঞ্জ বাজারে বোগদাদ ও রিলাক্স বাসের অস-প্রতিযোগিতায় ঘটছে দূর্ঘটনা : দেখার কেউ নেই

মো.মজিবুর রহমান রনি :

চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাস ও রিলাক্স বাসের অসম-প্রতিযোগিতায় প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘনা। জনবহুল হাজীগঞ্জ বাজারে যাত্রী উঠা-নামা এবং আগে যাওয়ার প্রতিযোগিতায় প্রাণহানির ঘটনা ঘটলেও প্রতিকার দেখছে সাধারণ মানুষ।

৩০জুন বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজার ডিগ্রি কলেজ রোডের সামনে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বামপাশ দিয়ে রিলাক্স বাস কুমিল্লার উদ্দেশ্যে যায়। এমন সময় রাস্তার ডান পাশে উল্টো দিক থেকে দ্রুত গতিতে বোগদাদ বাস রিলাক্স বাসকে পেছনে ফেলতে মুখোমুখি বাঁধা সৃষ্টি করে।

এক সময়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক বোগদাদের দখলে থাকায় আধিপত্য বিস্তার করে আসছে। রিলাক্স বাস এ সড়কে চালু হওয়ার পর থেকে বোগদাদ বাসের চালকদের বেপারোয়া আচরণের শিকার হয়। বোগদাদ বাসের আইন বহিভূত আচরণের কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক র্দূঘটনা।

বোগদাদ বাসের বেপরোয়া গতির কাছে অসহায় হয়ে পড়ছে হাজীগঞ্জ বাজারের ট্রাফিক ব্যবস্থাপনা। হাজীগঞ্জ বাজারে বোগদাদ এবং রিলাক্স বাসের অসম-প্রতিযোগিতায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে আর ট্রাফিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছে।