শেরপুরের ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধাদের ঘর বরাদ্ধের জন্য সভা

শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘর বরাদ্ধের চূড়ান্ত তালিকা নির্ণয় করার জন্যে মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে ঘরের জন্যে দরখাস্তকারী মুক্তিযোদ্ধাদের নিয়ে চূড়ান্ত তালিকা করণের সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ১১৮ ভাঁতাভোগী মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে ৫৬ জন ঘরের জন্যে দরখাস্ত প্রেরণ করেন। শতকরা ৬ শতাংশ হারে ৭জন মুক্তিযোদ্ধা ঘরের আওতায় আসবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোজম্মেল হক ও সমাজ সেবা কর্মকর্তা আল আমিন প্রমুখও।

উপজেলার ইউএনও রুবেল মাহমুদ জানান যারা অসচ্ছল, অসহায় দরিদ্র ভূমিহীন তাদেরকে প্রাধান্য দিয়ে তালিকা তৈরী করা হবে। সভায় উপজেলার মুক্তিযোদ্ধাদের নেতৃবৃন্দ ও জাতীর গর্বিত সন্তানরা উপস্থিত ছিলেন।