নালিতাবাড়ীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

মো. জাকারিয়া খান জাহিদ, স্টাফ রিপোর্টার:

শেরপুরের নালিতাবাড়ীতে করোনা সচেতনতা বিষয়ক আলোচনা এবং স্বাস্থ্য বিধি মেনে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।


২৪ জুলাই (শুক্রবার) সকালে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ‘ডপস’-এর আয়োজনে জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারস্থ স্থানীয় নবজাগরণ একাডমেীতে এ সভা ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশ টিভি প্রতিনিধি রফিক মজিদ এবং মুখ্য আলোচক ছিলেন ‘ডপস’ প্রতিষ্ঠাতা সেনা সদস্য শাহীন মিয়া বিএসপি।

আলোচনাসভা শেষে ডপস-এর নিয়মিত সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল পর্যায়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং একটি করে আম্রপালী গাছের চারা বিতরণ করা হয়।

এসময় ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক লাল চাঁন এবং ডপস সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।