ধর্ষণের ঘটনা মীমাংসায় গ্রাম্য সালিশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক :

ধর্ষণের ঘটনায় সবরকম মীমাংসা বন্ধ করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কড়া বার্তা দিলেন হাইকোর্ট। কেউ মীমাংসা যেন না করে এবং করতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে। একই সাথে ধর্ষণ প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে সরকারকে নির্দেশ দেয়া হয়েছে।

ধর্ষণের ঘটনায় বিচারের প্রধান বাধা হয়ে দেখা দেয় সালিশ। কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে সাথে গ্রামের মাতবর ও ক্ষমতাবান ব্যক্তিরা এসে ধর্ষণের স্বীকার নারীদের আপস ও সালিশের প্রস্তাব দেন। গ্রামে তো বটেই শহরেও একই রকম দৃশ্য চোখে পড়ে।

ধর্ষণের ঘটনায় সালিশ বন্ধে তাই হাইকোর্টে রিট করে আইন ও সালিশ কেন্দ্র। বুধবার তার আদেশে হাইকোর্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনকে কড়া বার্তা দেন। আদেশে বলা হয় ধর্ষণের ঘটনায় যেনো কোন রকম মীমাংসা বন্ধ করতে হবে পুলিশকে।

ধর্ষণের ঘটনায় উচ্চ আদালতের কিছু কিছু নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে কেন সেগুলো বাস্তবায়ন হচ্ছে তা প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দেয়া হয়।

 

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২১ অক্টোবর ২০২০ খ্রি. ০৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বুধবার