হাইমচরে ৪ ইউনিয়নে ২৩ চেয়ারম্যানসহ ১৮৪ জনের মনোনয়ন পত্র বৈধতা

মোঃ এমরান হোসেন : হাইমচর উপজেলার ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৮ জন, সাধারণ সদস্য পদে ১২৬ জন, সর্বমোট ১৮৪ জনের মনোনয়ন পত্র বৈধতা ঘোষণা করেছেন হাইমচর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন।

গতকাল ১২ ডিসেম্বর রবিবার দিনব্যাপী এই মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

হাইমচর নির্বাচন অফিস সূত্রে জানাযায় ৪র্থ ধাপের তফসিলে ৫নং হাইমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য ২১ জন মোট প্রার্থী সংখ্যা ৩৩ জন। ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১২ জন, সাধারণ সদস্য ৩৬ মোট ৫৩ জন। ৫ম ধাপে ২নং আলগী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০, সাধারণ সদস্য ৩৮, মোট ৫৪ জন। ৪নং নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য ৭,সাধারণ সদস্য ৩১, মোট ৪৪ জন।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, প্রর্তীক ২০ডিসেম্বর।