সৎ সাংবাদিকরা অসৎ মানুষের শত্রু

মিজানুর রহমান রানা :

শিরোনামটা একদম সরাসরি। কোনো বাঁকাত্যাড়া নেই। কারণ সাংবাদিকরা চারদিক থেকেই মার খায়। প্রথমত ঘর থেকেই শুরু হয়। কারণ সৎ সাংবাদিকদের ঘরে ঠিকমতো নিত্যপ্রয়োজনীয় থাকে না বলে ঘরের স্ত্রীই প্রথম মারতে শুরু করেন। এরপর তিনি যখন অফিসে আসেন, ঠিকমতো বেতন না পেয়ে সেখানেও একদফা মার খান।

তারপর হচ্ছে জনগণ ও পুলিশ। যখন কোনো ঘটনা ঘটে সেখানে প্রাণের মায়া ত্যাগ করে সাংবাদিকরা ছুটে যান। কিন্তু সেখানে যখন সাধারণ পাব্লিক প্রতিহিংসা পরায়ণ অথবা কারও বিশেষ ইন্দনে বা সরকারের বারোটা বাজানোর জন্য সাংবাদিকদের ওপর আঘাত হানে। যাতে সরকারের বদনাম হয়, এবং বিরোধী বিভিন্ন দলের পক্ষে ঘটনার লাভের ভাগটা যায়।

অন্যদিকে পুলিশ। সাংবাদিকদের ওপর আঘাতের ক্ষেত্রে তারাও কম যায় না। দৃশ্য বা অদৃশ্যমান। দুটোতেই সাংবাদিকদের ঘায়েল করা হয়।

কারণ সৎ সাংবাদিকরা অসৎ মানুষের শত্রু। তাই এসব অসৎ মানুষেরা তাদের হীন স্বার্থের কারণে সাংবাদিকদের ওপর আঘাত হানে এবং সাংবাদিকের লেখনী থামিয়ে দিতে চায়।

মূলত, ক্ষণিকের জন্য  এরা সফল হলেও মহাকালের বিবেচনায় এসব দুস্কৃতিকারীরা হেরে যায়।