মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয় এস.এস.সি-২০০৯ ব্যাচ-এর পুনর্মিলনী-২০২৩ এর তারিখ ঘোষণা

মাজহারুল ইসলাম (রুবেল), স্টাফ রিপোর্টার :

মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয় এস.এস.সি-২০০৯ ইং ব্যাচ-এর পুনর্মিলনী-২০২৩ ইং।

স্থান : মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয়।

তারিখ : ২২ এপ্রিল ২০২৩ ইং রোজ শনিবার (ঈদের ৩য় দিন)।

বিদ্যালয়ে প্রবেশ : সকাল ০৯:২০ থেকে ০৯:৩০ মিনিট।

ফুল ও টি-শার্ট দিয়ে বরণ ও শুভেচ্ছা বিনিময় : ০৯:৩০ থেকে ১০:০০ মিনিট।

সকালের নাস্তা (ভেজিটেবল রোল, মৌসুমী ফল ও পানি) : ১০:০০ থেকে ১০:২০ মিনিট।

এস.এস.সি-২০০৯ ইং ব্যাচের ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বক্তব্য এবং যারা দেশের বাহির থেকে অংশগ্রহণ করিবে তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও তাদের শুভেচ্ছা বক্তব্য : ১০:২০ থেকে ১১:২০ মিনিট।

প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও বর্তমান শিক্ষক শিক্ষিকাদের নির্দেশনা মূলক বক্তব্য ও এস.এস.সি-২০০৯ ইং ব্যাচের পক্ষে থেকে স্কুলের জন্য উপহার তুলে দেওয়া হবে প্রধান শিক্ষকে : ১১:২০ থেকে ১২:০০ মিনিট।

এস.এস.সি-২০০৯ ইং ব্যাচের ছাত্র-ছাত্রীদের ছেলে মেয়েদের অংশগ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ : ১২:০০ থেকে ০১:০০ মিনিট।

দুপুরের খাবার (কাচ্চি বিরানী সাথে পানি ও কোল্ড ড্রিংকস) : ০১:০০ থেকে ০২:০০ মিনিট।

এস.এস.সি-২০০৯ ইং ব্যাচের স্মৃতিচারণ ও ক্লাসরুমে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে ক্লাস পরিবেশ তৈরি করে স্কুল জীবনের স্বাদ গ্রহণ : ০২:০০ থেকে ০৩:০০ মিনিট।

বিকালের নাস্তা (টিফিন কেক ও চা অথবা কফি) : ০৩:০০ থেকে ০৩:১৫ মিনিট।

শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা ক্রেস্ট ও এস.এস.সি-২০০৯ ইং ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিশেষ উপহার প্রদান : ০৩:১৫ থেকে ০৪:০০ মিনিট।

র‌্যাফেল ড্র : টিকেটের মূল্য ৫০ টাকা ০১ জনে কমপক্ষে ০৩ টি এবং ০২ জনে কমপক্ষে ০৫ টি টিকেট ক্রয় করতে হবে।

রেজিস্ট্রেশন ফির পরিমাণ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং জানানো হবে।

রেজিস্ট্রেশন ফি দেওয়ার শেষ সময় : ২০ মার্চ ২০২৩ ইং বিকাল ০৫:০০টা।

মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয় এস.এস.সি-২০০৯ ইং ব্যাচ-এর পুনর্মিলনী-২০২৩ ইং সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

প্রায়সময়/মাজহারুল