বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

কুয়াকাটা প্রতিনিধি :

দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভ‚ত হয়ে দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ পরিনত হয়েছে।

এটি আজ আরও ঘনীভূত হয়ে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপটি গতকাল সন্ধ্যায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১৫৩৫ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে কিছুটা উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলে বইছে তীব্র তাপ প্রবাহ। এতে দিশেহারা হয়ে পড়েছে ন্মিন আয়ের মানুষ।