মাগো তুমি :জুয়েল মাহমুদ

 

জন্ম নিয়ে এলুম ধরায়
এলুম পৃথিবীতে।
আমি যে লুকিয়ে ছিলুম
তোমাতে অতীতে।

তোমারই রক্ত হতে
জন্ম হল আমার।
দেখলুম পৃথিবীর আলো
দোয়াতে তোমার।

কোথা হতে মাগো আমায়
আনলে তুমি ধরে।
আনিয়া ছাড়িয়া দিলে
আপনও ঘরে।
ভালোবাসা দিয়ে যেথায়
করলে আামায় বড়।
আমারই সফলতায়
আনন্দ কর।

আমারই ব্যর্থতায়
তোমার চোখে জল।
তোমার মুখ উজ্জল
হলে ভাল ফল।
মাগো আমায় তুমি
এতো ভালবাস।
আমারই খুশিতে মাগো
তুমি – ই হাঁস।
আমারই দুঃখে মাগো
দুঃখ কর তুমি।
বুকে টেনে আামার
কপাল চুমি।
ব্যর্থতায় সাহস দাও
দেখাও আলো।
বল মাগো কেনো তুমি
এতটা ভাল।

বিধাতা গরেছে তোমায়
বল কিবা দিয়ে।
সুখটুকু বিলিয়ে দাও
দুঃখটা নিয়ে।

বল মাগো তুমি
কোথায় ছিলে।
বিধাতা কি স্বর্গ হতে
পাঠিয়ে দিলে?

তুমি এত ভালো মাগো
তুমি এত ভালো।
তাই বুঝি তোমার কোলে
তিনিই পাঠালো।
দোয়া কর মাগো আমায়
যেন চিরদিন।
সদা সচেষ্ট হয়
শোধেতে এ ঋণ।

কবি পরিচিতি :
কবি মো. জুয়েল মাহমুদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধোপাপাড়া গ্রামে (১৯৮৮ সালে) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আলমগীর মোল্যা এবং মাতার নাম মোসাম্মাৎ জাহেদা বেগম।