নবীগঞ্জে শেখ হাসিনার দেয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপহার বিতরণ

দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি :

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ঈদ উপহার হিসেবে মসজিদ প্রতি পাঁচ হাজার টাকা করে ৫,৫০০০০, (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকার চেক মারফত গতকাল ৩ নং ইনাতগন্জ ইউনিয়নের ৫১ টি মসজিদ ও ৪ নং দীঘলবাক ইউনিয়নের ৫৯ টি মসজিদের মোতাওয়াল্লীগনের নিকট বিতরণ করা হয়।

গতকাল ১১ জুন বৃহস্পতিবার বিকেলে মোস্তফাপুর আলীয়া মাদ্রাসা হল’রুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, বীর মুক্তিযুদ্ধার সন্তান কাজী ওবায়দুল কাদের হেলাল।

এতে সভাপতিত্ব করেন ৪নং দীঘলবাক ইউপি চেয়ারম্যান  আবু সাঈদ এওলা মিয়া।

ইসলামী ফাউন্ডেশন নবীগঞ্জ উপজেলার কর্মকর্তা মাওঃ কয়েছ মাহদী’র উপস্থাপনয় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডঃ মোহাম্মদ ইলিয়াছ, মোস্তফাপুর আলীম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওঃ আব্দুন নুর, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন,ইনাতগন্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক, ইনাতগন্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুজাত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার কবির।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ এর ১৫ আগষ্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী মহোদয় এবং তাঁর পরিবারবর্গের নেক হায়াত কামনা করে ও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে মৃত্যুবরনকারীদের আত্মার শান্তি এবং অসুস্থদের রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।