হবিগঞ্জ শহরে দিনেদুপুরে সাংবাদিক তারেক হাবিবের উপর সন্ত্রাসী হামলা

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ থেকে প্রকাশিত বহুল পঠিত ‘দৈনিক আমার হবিগঞ্জ’ পত্রিকার প্রধান প্রতিবেদক সাংবাদিক তারেক হাবিবের উপর সন্ত্রাসীদের হামলা হয়েছে।

(৫ সেপ্টেম্বর শনিবার) দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর থানা সংলগ্ন শনির আখড়ার সামনে সন্ত্রাসী ইমদাদুল ইসলাম সোহেলের নেতৃত্বে হামলা চালায় একদল দুর্বৃত্ত।

জানা যায়, সাংবাদিক তারেক হাবিব পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিসে যাচ্ছিলেন,
উল্লেখিত স্থানে পৌছামাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী সোহেল শাওনসহ একদল দুর্বৃত্ত সাংবাদিক তারেক হাবিবের উপর রড দিয়ে এলোপাথাড়ি হামলা চালিয়ে তাকে গুরতর আহত করে চলে যায়, এ সময় পথচারীরা গুরতর আহত সাংবাদিক তারেক হাবিবকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।

সন্ত্রাসীদের হামলার বিষয়ে তারেক হাবিবের কাছে জানতে চাইলে উনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে আমি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অফিসে যাচ্ছিলাম সদর থানা গেইট পার হওয়া মাত্রই কিছু বুঝার আগেই সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালায়, এসময় ওরা আমাকে এমপি আবু জাহির ও যুদ্ধপরাধ মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি রাজাকার লিয়াকত আলীর বিরুদ্ধে ভবিষ্যৎ এ কিছু না লেখার জন্য আমাকে শাসিয়ে যায় এবং যাওয়ার সময় এমপি আবু জাহিরের নামে স্লোগান দিয়ে দিয়ে চলে যায়।

উল্লেখ্য যে, হবিগঞ্জের লাখাই উপজেলার কুখ্যাত রাজাকার লিয়াকত এবং তার পরিবারের অনেক সদস্য হবিগঞ্জ ৩ আসনের এমপি এডঃ আবু জাহিরের হাত ধরে ধারাবাহিকভাবে আওয়ামীলীগে যোগদান করে, যার সচিত্র প্রতিবেন ইতিপূর্বে দৈনিক আমার হবিগঞ্জে প্রকাশিত হয়, যার কারণে হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে হইচই পড়ে যায়, যুদ্ধপরাধ মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি লিয়াকত ও তার পরিবারের আওয়ামী রাজনীতি থেকে অব্যাহতি শিরোনামে নিউজটি (৫ আগস্ট) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত হয়, সেই নিউজের প্রতিবেদক ছিলেন তারেক হাবিব, সাংবাদিক তারেক হাবিব মনে করেন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আওয়ামী রাজনীতিতে রাজাকারদের প্রতিষ্ঠিততকারী এমপি আবু জাহিরের শিষ্য সোহেল শাওনরা সেই প্রতিবেদনের জন্যই আমার উপর এই সন্ত্রাসী হামলা চালায়।

০৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ মুহররম ১৪৪২ হিজরি, শনিবার

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না