পূজামণ্ডপে দুই ক্লাবের সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে পূজামণ্ডপে দুই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের কাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- সোহেল রায় (৩০), জুয়েল রায় (৩৩), পংকজ পাল (৩২), আকাশ পাল (২৫), প্রিতম দাস (২৫), বাপ্পি পাল (২৬)। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার গভীর রাতে কাটিয়ারা এলাকার নিউ স্টার ক্লাবের সরস্বতী পূজামণ্ডপে গিয়ে নাচানাচি শুরু করেন লাল বাহাদুর সংঘের সদস্যরা। তাদের জন্য ক্লাবে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে নিউ স্টার ক্লাবের সদস্যরা তাদেরকে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত সোহেল রায় অভিযোগ করে বলেন, ‘রাতে লাল বাহাদুর সংঘের ছেলেরা আমাদের ক্লাবে এসে এলোমেলোভাবে নাচানাচি শুরু করে। তাদেরকে বাধা দেয়ায় আমাদেরকে মারধর করে।’ স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ দাস বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ রকম ঘটনা মাধবপুরের সম্প্রতি ও পূজার ভাবমূর্তি নষ্ট করেছে।’

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’