হবিগঞ্জে ২৮ কোটি টাকা দামের কষ্টিপাথর উদ্ধার

জেলা প্রতিনিধি হবিগঞ্জ : প্রকাশিত: ০২:২২ পিএম, ১৪ মার্চ ২০২২

হবিগঞ্জের মাধবপুরে ২৮ কোটি টাকা দামের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ মার্চ) দিনগত রাতে উপজেলার উত্তর সুরমা গ্রামের অরুণ সরকারের বাড়ির গোয়ালঘর থেকে পাথরটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাড়ির মালিক অরুণ সরকারকে (৫৫) আটক করা হয়েছে। তিনি একই এলাকার অনুকূল সরকারের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, কয়েক বছর আগে অরুণের পাকাঘর নির্মাণের সময় কষ্টিপাথরটি পাওয়া যায়। এরপর তিনি গোপন স্থানে পাথরটি লুকিয়ে রাখেন।

সম্প্রতি পাথরটি বিক্রির চেষ্টা চালান তিনি। দরদামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে কষ্টিপাথর উদ্ধার করে। উদ্ধার হওয়া এ কষ্টিপাথরের ওজন ২৭ কেজি ৯০০ গ্রাম।