মান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি :

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মান্দায় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আটশো কোটি পৃথিবী। ১৯৮৭ সালে পাঁচশো কোটি ছিলো। তাই পরিবার পরিকল্পনা কর্মসূচির গুরুত্ব অনস্বীকার্য। তারা বলেন, আমাদের মাতৃমৃত্যু হার, জন্মহার কমিয়ে আনতে হবে। স্বাভাবিক প্রসবের হার বাড়াতে হবে।

আমাদের কর্মক্ষম লোকসংখ্যা বেশি। তাদের প্রশিক্ষিত করে তুলতে পারলে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো। তারা বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করছে বলেই আজ বাংলাদেশ দারিদ্র্য সীমার উর্ধ্বে অবস্থান করছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উক্ত র‌্যালিতে মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বাক্কার সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী প্রামানিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,পরিকল্পনা বিভাগের কর্মী ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১১ জুলাই ছিলো বিশ্ব জনসংখ্যা দিবস। তবে ঈদুল আযহার ছুটির কারণে এবার ২১ জুলাই দিবসটি পালিত হচ্ছে।