পুলিশকে থাপ্পড় মারা সেই যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

 

জেলা প্রতিনিধি  গাজীপুর :

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে গ্রেফতার গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এবং গাজীপুর সিটি করপোরেশনের নারী (সংরক্ষিত) কাউন্সিলর রুহুন নেছা রুনাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল হকের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

gif maker

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) একেএম আহসান হাবীব জানান, নারী কাউন্সিলরের পক্ষে জামিনের জন্য কোনো আবেদন না পাওয়ায় রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল হক তাকে হাজতী পরোয়ানা মূলে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলার পরবর্তী ধার্য্য তারিখ হলো ১৫ এপ্রিল।

উল্লেখ্য, শনিবার দুপুরে নগরীর চান্দনা চৌরাস্তায় ট্রাফিক পুলিশের গালে চড় দেয়াসহ সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে গ্রেফতার হন রুনা। পরে রাতে গাজীপুর মহানগর পট্রাফিক পুলিশের কনস্টেবল আশিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বাসন থানায় মামলা করেন। সকালে তাকে আদালতে পাঠানো হয়।