চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

প্রিয় সময় ডেস্ক :

চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে শিশুসহ দুইজন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার পৃথক দুই ইউনিয়নের এ দুর্ঘটনা ঘটে। মৃতরা শিশুরা হলো- শিশু তাহসিন (২.৬) ও আবদুল হান্নান (৫২)।

তাহসিন উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের শিমুলিয়া গ্রামের পারভেজের ছেলে ও আবদুল হান্নান একই ইউনিয়নের দিগদাইর গ্রামের মৃত ছেলামত আলীর ছেলে।

gif maker

সূচিপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান রশিদ জানান, সকাল ১১টার দিকে শিশু তাহসিন সবার অজান্তে খেলতে খেলতে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শিশুটির কাকা কামাল হোসেন পুকুরে তল্লাশি চালিয়ে ঘাটলার কাছ থেকে ডুবন্ত অবস্থায় তাহসিনকে উদ্ধার করে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, আবদুল হান্নান মৃগী রোগী ছিলেন। বাড়ির পাশে একটি ডোবায় জাল ফেলতে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে বলেন, একজন শিশু ও আরেকজন মৃগীরোগী পানিতে পড়ে মারা গেছেন। আমি গিয়ে তাদের দেখে এসেছি।