জন্মভূমির জন্য : জুয়েল মাহমুদ

 

বাংলা আমার জন্মভূমি
তুমিই জীবন – মরণ তুমি।
তুমিই আমার সকল আশা
জীবন মরন ভালোবাসা।

তোমায় নিয়েই গল্প লিখি
তোমায় নিয়ে স্বপ্ন দেখো।
তোমার ভাষায় কথা বলি
ভুলি মনের যন্ত্রণাটা।

তোমার আলোয় পথটি দেখি
তোমার পথেই চলতে শিখি।
তোমার পথে পা’টি রেখে
হাটতে মা আর চলতে শিখি।

শিখছি আমি কও কিছু
হয়ে তোমার ছোট্ট শিশু।
তুমিই আমার জন্ম ভূমি
সকল আশার প্রদীপ তুমি।

তোমার পথে আচল পেতে
দেওনি পায়ে হুল ফুুটিতে।
এযে মাগো আমার প্রতি তোমার সে এক ভালবাসা।
তুমিই আমার দুঃখের সাথী, আমার সকল কান্না-হাসা।

স্বপ্ন তুমি দেখ মাগো
ঘুমিয়ে গেলে বল, ‘‘জাগো”।
তোমার ডাকেই উঠি জেগে
হয়তো বা মা একটু রেগে।

তোমায় আমি ভালবাসি
জান সে মা কও বেশি
মনা আমার জায় গো ভরে
দেখলে তোমার মুখের হাসি।

তোমার জন্য যুদ্ধ করতে হয় যদি ফের কভু
জীবন দেবো মরব আমি ফিরবো না মা তবু।

কবি পরিচিতি :
কবি মো. জুয়েল মাহমুদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধোপাপাড়া গ্রামে (১৯৮৮ সালে) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আলমগীর মোল্যা এবং মাতার নাম মোসাম্মাৎ জাহেদা বেগম।