নবীগঞ্জে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের দোয়া ও মিলাদ

 

দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি :

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক কারামুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার ১১ জুন বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বাদ আসর নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমির পুর হযরত শাহজালাল ইয়ামনী (রাঃ)জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন দেশরত্ন শেখ হাসিনা। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারা অভ্যন্তরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে প্রায় সকল মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মু্ক্তি দিতে বাধ্য হয়।

আজ প্রেরণাদায়ক প্রাণপাখি, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস!

এই সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন মোনাজাতে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত চিলেন মসজিদের মুসুল্লিয়ান ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সাল আহমেদ তালুকদার ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদিলু ইসলাম রিবেলসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।