এবারের ব্যালন ডি’অর জিততে পারে নেইমার : কাকা

মোঃ রাব্বিউল ইসলাম,  বরিশাল প্রতিনিধি :

ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেসির পরে আধুনিক ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমার জুনিয়র ।

বলা হয়ে থাকে বর্তমান বিশ্বের রোনালদো, মেসি নেইমার সময়ের সেরা ফুটবলার কিন্তু একটা জায়গায় নেইমার জুনিয়র পিছিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জিতলেও নেইমার জুনিয়র এখনো ব্যালন ডি’অর জিততে পারেননি ।

বেশ কয়েকবার ব্যালন ডি’অর সেরা দশের তালিকায় ছিলেন নেইমার কিন্তু কখনই তার হাতে ওঠেনি বিশ্বের সবচেয়ে দামি এই পুরস্কার ।

নেইমার ভক্তদের অপেক্ষা দীর্ঘদিনের!! কবে তার হাতে দেখতে পাবে ব্যালন ডি’অর পুরস্কার । যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দু’জনে মিলে ১১ বার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন সেখানে তার অর্জন শূন্য ।

বাড়ছে ভক্তদের হতাশা!! তবে এ নিয়ে ভিন্ন কিছু শোনালেন সাবেক ব্রাজিলিয়ান তারকা ব্যালন ডি’অর জয়ী রিকার্ডো কাকা । এবারের ব্যালন ডি’অর কে জিতবে এমন প্রশ্নের জবাবে ‘গ্লোবো এস্পোর্তে’কে কাকা বলেন, আমি বিশ্বাস করি বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র ।

তবে নেইমার জুনিয়র ব্যালন ডি’অর জিতবে কিনা তা নির্ভর করে তার দলীয় অর্জনের উপর । এবার চ্যাম্পিয়নস লিগ যদি পিএসজি জিততে পারে আর নেইমার জুনিয়র যদি নায়ক হতে পারে তাহলে এবারের ব্যালন ডি’অর নেইমারের প্রাপ্য ।