চাঁদপুরে আরো ৩০জনের দেহে করোনা শনাক্ত : মৃত বেড়ে ৬৮

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর আরো ৩০জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৫২জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৬৮জন।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৫জন, হাইমচরে ২জন, মতলব উত্তরে ৭জন, মতলব দক্ষিণে ১জন, ফরিদগঞ্জে ১জন হাজীগঞ্জ ৬জন(মৃত ১জনসহ), কচুয়ায় ৫জন এবং শাহরাস্তিতে ৩জন।
উপসর্গে মারা যাওয়া মৃত কামরুন নাহার(৫৪) এর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তিনি হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ৫৯টি রিপোর্ট আসে । এর মধ্যে ৩০টি পজেটিভ। ২৯টি নেগেটিভ।
জেলায় ১৪৫২জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৫৪৯জন, মতলব দক্ষিণে ১৬৯জন, শাহরাস্তিতে ১৪৮জন, হাজীগঞ্জে ১৪১জন, ফরিদগঞ্জে ১৭২জন, হাইমচরে ১১২জন, কচুয়ায় ৬৪জন এবং মতলব উত্তরে ৯৭জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৮জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৫জন , মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।