নবীগঞ্জে বন্যার পানিতে তলিয়ে গিয়েছে অগণিত মানুষের ধানক্ষেত ও মৎস্য খামার

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জে ২৬ জুলাই ২০২০ খ্রি. রবিবার সকাল ৯ ঘটিকা হইতে হবিগঞ্জের নবীগঞ্জের পৌর সভা সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সাংবাদিক ফরজুন আক্তার মনি। অনেক এলাকায় কিবরিয়া ব্রীক ফিল্ডের মালিক আলহাজ্ব হায়দার মিয়া ৭ নং করগাঁও ইউনিয়নের মিজান আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে দেখা গিয়েছে পৌর সভা সহ বিভিন্ন ইউনিয়ন সংলগ্ন এলাকা শুধু ঘর বাড়ি নয়, বন্যার পানিতে তলিয়ে গিয়েছে অগণিত মানুষের মৎস্য খামার ও অগণিত কৃষকের সবুজ শ্যামলে ভরা ধান ক্ষেত। কৃষকের মুখে নেই কোনো হাসি, চোখে ঝরছে পানি। মৎস্য খামারীদের মাথায় হাত বুকে ব্যথা।

তাদেরকে সাহায্যের হাত বাড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর কামনা করেছেন।একদিকে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে আর্থিক সমস্যা, অন্য দিকে খাবারের ভীষণ সংকট দেখা দিতে পারে। শুধু তাই নয় মৎস্য খামার ব্যবসাহিরাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।