সাহস নিয়ে চলতে না পারলে

কথিকা

 

ক্ষুদীরাম দাস :

প্রতিটি মানুষেরই সাহস হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। সাহস নেই এমন মানুষ খুবই দুর্বল এবং পদে পদে তাকে ঠকতে হয়, পরাজিত হতে হয়। তার পরাজয় বা ঠকে যাওয়া নিশ্চিত! সে জীবনে বহুবার হেরে যায় বা ঠকে যায়।

যেখানে তার জয়ী হওয়ার কথা, সেখানে সে ঠকে আসে। সে কোনোভাবেই জয়ী হতে পারে না। চালক মানুষরা সে রকম ব্যক্তিদেরই বেশি পছন্দ করে। কেননা তাদেরকে ঠকানো খুবই সহস। আর তাদেরকে ঠকিয়ে তারা খুব মজা পায় ও তাদের বীরত্ব বেড়ে যায়।

সুতরাং প্রতিটি মানুষকেই সাহস রেখে চলতে হয়। কেননা সাহস না থাকলে জীবনে চলা যায় না। তখন সবকিছু হারিয়ে যাওয়ারও ভয় থাকে। আর এটা সব সময় মনে রাখা দরকার যে, যেকোনো বিষয়কে সম্ভব করতে হলে সাহস রাখতে হয়। সাহস নিয়ে চলতে না পারলে দুষ্ট লোকেরা সুযোগ পেয়ে যায় এবং তারা অমানুষ হয়ে উঠে!

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৭ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৯ সফর ১৪৪২ হিজরি, রোববার