আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই

কথিকা

ক্ষুদীরাম দাস :
মনের জোরই অশান্তির স্রোত আমাদের জীবনের প্রশান্তির স্রোতকে বাধাগ্রস্ত করতে পারে না বরং তা আরো বেগবান হয়ে উঠে। হৃদয় মনে এ ধরনের আনন্দের ঝাঁকুনি আসে এবং গুণগুনিয়ে শান্তি সঙ্গীত বাজাতে থাকে। আমাদের মনের রাজ্যটা বিশাল কিছু।

শান্তির ললিতকলায় পূর্ণ। শুধু জানতে হয় কিভাবে এর চাষ করতে হয়। অবস্থাদৃষ্টে মনে হয় দুষ্টতা প্রদর্শন করতে না পারলে যেন কিছু মানুষের বাহাদুরী বজায় থাকে না। আমাদের সমাজটা এখন এ রকমই হয়ে গেছে। সুতরাং সাবধান।

যারা দুষ্টতাপূর্ণ জীবন যাপন করে, তাদের মনে কখনও খাঁটি শান্তি আসে না। আভ্যন্তরীণ শান্তিও না কিংবা বাহ্যিক শান্তিও না। তারা যতদিন পাপূর্ণ আচরণ ও পাপক্রিয়া করতে থাকবে, ততদিন তাদের জীবনটা হবে অশান্ত সমৃদ্রের মতো উত্তাল ও কর্দমাক্ত। তবুও বয়ে চলে আমাদের জীবন এভাবেই। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২৫ অক্টোবর ২০২০ খ্রি. ০৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, রোববার