সরলতা ইনস্টল করুন

কথিকা 

ক্ষুদীরাম দাস :
যখন আমরা আমাদের অন্তরকে ভালো করার চেষ্টা করি তখন আমাদের বাহ্যিক জীবনও সুসজ্জিত হয়ে যায়। যেমন-যখন আমরা মৃত্যু পরবর্তী জীবনের কথা চিন্তা করতে শুরু করি তখন দুনিয়াতে না পাওয়ার বেদনা আর থাকে না।

একমাত্র অমৃত বাক্যই মানুষের অন্তরকে সুসজ্জিত করে তোলে। মহত্বের চেয়ে সরল কিছু নেই, বস্তুত সরল হওয়ার অর্থই মহৎ হওয়া। সরলতার পুরস্কার দুদিন পরে হলেও জীবনে আসে।

চারিত্রিক সরলতার গুঢ় চিন্তাধারায় স্বাভাবিক সুন্দর জীবন প্রস্ফুটিত হয়। শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ সত্যগুলি সবসময়েই সরল পথে থাকে। যে সহজ হবার আর্ট বা কৌশল জানে না, তার জীবনে অনেক সুযোগ বিফলে চলে যায়।

আমরা চাইলে সহজ জীবন যাপন করতে পারি। এর জন্য নিজেকে প্রস্তুত করা এবং নিজের মনকে শিক্ষিত করা বড় প্রয়োজন। এর জন্য সরল, স্বচ্ছ মন বা হৃদয় থাকতে হবে। হৃদয় আছে, কিন্তু সেখানে মানবিক গুণাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ আইকন ‘সরলতা’ ইনস্টল করা হয় নাই, তা হলেই জীবন ব্যর্থ। সুতরাং সরলতা ইনস্টল করুন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১০:২১ এএম

২৪ নভেম্বর ২০২০ খ্রি. ০৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ রবিউস সানি ১৪৪২ হিজরি, মঙ্গলবার