মতলবে ট্রলারে সাউন্ড সিস্টেম বাজিয়ে বনভোজন করায় অর্থদণ্ড

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি :

২৫ জুলাই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় লকডাউনে সরকারের বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন স্হানে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

এ সময় নারায়ণপুর বোয়ালজুড়ি খালে সরকারের বিধিনিষেধ অমান্য করে ট্রলারে বনভোজনের উদ্দেশ্যে জনসমাগম করা এবং উচ্চস্বরে সাউন্ড সিষ্টেম বাজানোর দায়ে ট্রলার মালিক ও ভাড়াকৃত লাউন্ডসিষ্টেম ( স্পিকার) দোকানের মালিকসহ মোট পাঁচজনকে ৫ টি মামলায় ১১,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত খাদ্য সামগ্রী স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয় ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সেন্টু কুমার বড়ুয়া , অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা ।