দোহারে মোবাইল কোর্টে ৩ মাদকসেবীর সাজা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

২৩ জানুয়ারি (সোমবার) দোহার উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ শাহজালালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এদেরকে আটক করা হয়।

আটকরা হলো উপজেলার নাগেরকান্দা গ্রামের মোঃ সালামের ছেলে রনি (৩৩)। একই এলাকার কুব্বাত আলীর ছেলে মোঃ আসিফ আলী (৩০)।এবং উপজেলার খারাকান্দা গ্রামের আব্দুল গাফফারের ছেলে মোঃ মাহবুব (৪৩)।

এদের থেকে রনি ও মাহবুবকে মাদকসেবন ও মাদকদ্রব্য নিয়ে আটক করা হয়। আসিফের সাথে ১০৫ পিছ হিরোইন ও ১০৫ পিচ ইয়াবা এবং সাথে ১ পিচ ছুরি পাওয়া যায়।

আটকদের দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি বাপ্পির আদালতে তুলে হয়।

ফজলে রাব্বি তার আদালতে আসামিদের ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ডে দন্ডিত করেন এবং আসিফের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি (বাপ্পি)।

ফজলে রাব্বি বলেন, দোহার হতে মাদককে জিরো টলারেন্স এ নামিয়ে আনার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।