বিলুপ্ত চাঁদ ও পৃথিবীর ছবি আঁকবে নতুন প্রজন্ম

জিএম মুছা :

হারিয়ে যাচ্ছে প্রতিদিন স্মৃতি থেকে অনেক অনেক চেনা মুখ চেনা শব্দ, পৃথিবীর দৃশ্যপট থেকে কালের গর্ভে,হাজার প্রজাতির বিলুপ্ত প্রাণী, অতীত ইতিহাসের পাতায় গল্প কাহিনী হয়ে থাকবে যুগ যুগ ধরে।

যা অনুমানে অনুভব করবে মানুষ হৃদয়ের চোখ দিয়ে, সহস্র বছর পরে ও বিজ্ঞানীরা আবিষ্কার করবে কাল্পনিক পৃথিবীর ঝুলন্ত গ্রহের, সেখানেও মানুষ বসবাস করবে নতুন একটি পৃথিবীতে।

চার হাজার বছরের পুরাতন ডাইনোসরের কাল্পনিক কঙ্কালের ছবি আঁকবে নতুন প্রজন্ম, চাঁদকে নিয়ে ও হয়তোএকদিন তাদের পরবর্তী প্রজন্মের কাছে বিলুপ্ত চাঁদের কাল্পনিক কঙ্কালের ছবি এঁকে পরিচয় করিয়ে দেবে আজকের মত।

সেদিন আর বেশি দূরে নয়,এ পৃথিবী হবে পুরাতন চন্দ্র-সূর্য গ্রহ-নক্ষত্র বিলুপ্ত হবে নতুন একটি ঝুলন্ত পৃথিবীর বাসিন্দা হবে মানুষ। নতুন প্রজন্ম সেদিন বিলুপ্ত চাঁদ ও পৃথিবীর কঙ্কালের ছবি আঁকবে নতুন পৃথিবীর মানচিত্রে।।