ইলি বাড়ৈ’র দুটি কবিতা

বই
আপনি কি একটি বই ?
এ ছাড়া আর কী কী;
যেগুলো অদূর ভবিষ্যৎ
গবেষণার কাজ অদূরের প্রতিষ্ঠান ,
বিশেষ লাইব্রেরী ?
হয়তো বয়স্ক লোকের সময়ের সম্ভার।
কতক পড়ুয়াদের সময়ের সঙ্গী।
এরই মধ্যে কি তবে অনেক নেশা আছে !
আজনমের গভীর নেশা ?
আমি কেবল নিজের ইচ্ছায়
এগুলো সংগ্রহ করি।
নিচ্ছকই শখের বশে ।
ও হ্যাঁ, কেউ কেউ আবার উৎসর্গ করে।
আরো আছে, সুন্দর সুন্দর ছবি এঁটে
ছবিতে চমৎকার মোরক মারে।

আমি ভাই একটা বইও প্রকাশ করিনি।
আমার যে পকেট খালি।
তবে সত্যিই ভালোবাসা আছে,
গভীর ভালোবাসা।
বই-এর প্রতি, পড়ূয়াদের প্রতি
উজাড় করা উৎসাহ আছে।
তাই তো ….
কবিতার খেরো খাতায়
প্রতিনিয়ত ডালপালা মেলে চলেছি।

 

সরল বাঁধন
একদিন চলো প্রেমানন্দে
অজানা সমুদ্রে ডুব দেই।
সরল আত্মার বাঁধনে,
সম্মতি দেই ভালোবাসার ইচ্ছেগুলিকে।
তারপর নতুন করে বাঁচিয়ে রাখি
মনের একান্ত আলোচনার দাবিকে।
এই যেমন ধর,
মানবীয় প্রেম, দেহ,
ভালোবাসা, আলিঙ্গন, জৈবিক আত্মতুষ্টির সকল চাহিদা
সব – সবকিছুকে চোখের দূরত্ব ছাড়িয়ে।
মনের মিলনে আত্মার বাঁধনে বাঁধি।
মনের এই একান্ত আলোচনা যেন
দীর্ঘ আরো দীর্ঘতর হতে থাকে।
কিন্তু এক সুতোয় গাঁথা,
সে কখনও হবে কি ?