মাদারীপুরে চার দফা দাবিতে ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

নিউজ ডেস্ক, প্রিয় সময় :

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রনালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবীদের সমস্যার সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশসহ চার দফা দাবীতে মাদারীপুরে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রাদান, বিকেলে মানববন্ধন ও রাতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে উপরোক্ত কর্মসূচি পালিত হয়। মাদারীপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ আব্দুল হক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিবিএ এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কে.এম আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক তাজুল ইসলাম।