পঞ্চগড়ে স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআর পোর্টার (স্বাস্থ্যকর্মী) করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জনে দাঁড়ালো।

৬ মে (বুধবার) সন্ধ্যায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের পোর্টারের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা: ফজলুর রহমান ।

জানা যায়, করোনা শনাক্ত ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খুটামারা এলাকায়। প্রশাসন সন্ধ্যায় ওই স্বাস্থ্যকর্মীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৩ মে ওই স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে আজ ৬ মে তার নমুনার রিপোর্ট পজিটিভ আসে।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, স্বাস্থকর্মীসহ জেলায় মোট ১০ জন করোনা শনাক্ত হলো। ওই স্বাস্থ্যকর্মী বর্তমানে তার বাড়িতে অবস্থান করছে এবং তিনি সুস্থ রয়েছেন।