সামাজিক দূরত্ব বজায় রাখতে হাসপাতালে চলাচলে বিকল্প ব্যবস্থা

মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দেশব্যাপাী চলছে অনির্দিষ্টকালের জন্য লকডাউন। একই সাথে এই মহামারী থেকে রক্ষা পেতে ও জনসমাগম এরিয়ে চলতে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে চাঁদপুর জেলাকেও লকডাউন ঘোষনা করা হয়।

বিশেষ করে যেদিন থেকে চাঁদপুরে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে, সেদিন থেকে এই লকডাউন প্রথম অবস্থায় কার্যকর হতে দেখা গেলেও ধীরে ধীরে তা অনেকটা হালকা হয়ে যায়।

আর তখন থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গনটিকে নিরাপদ রাখতে সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচী পালন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

তার অংশ হিসেবে হাসপাতালে আগত রোগী এবং রোগীর সাথে থাকা লোকজনের সচেনতার জন্য সামাজিক দুরত্ব বজায় রাখতে লোকজনের চলাচলে বিকল্প ব্যবস্থা গ্রহন করা হয়।

দীর্ঘদিন ধরে দেখা যায় হাসপাতালের সিড়ির প্রবেশ মুখে প্লাস্টিকের চেয়ার রেখে বেড়িকেট দিয়ে রাখা হয়। যাতে করে সিড়ি’র দিয়ে মানুষজন চলাচলের সময় কাছাকাছি উপস্থিতি তৈরি না হয়।

তাই হাসপাতালের প্রধান সিড়ি দিয়ে লোকজনের চলাচল বন্ধ করে দিয়ে, রোগী উঠা নামা করার জন্য যে ঢালের সিড়িটি রয়েছে সেটি সবার চলাচলের জন্য উন্মক্ত করে দেয়া হয়।

কারণ ওই ঢালের সিড়িটি দিয়ে যখন রোগী ও রোগীর সাথে থাকা লোকজন চলাফেরা করবে, তখন অনেকটা হলেও সামাজিক দুরত্ব বজায় থাকবে।

ছবি ও প্রতিবেদন : কবির হোসেন মিজি