চাঁদপুরে ডিবি’র অভিযানে আরো নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার

নিউজ ডেস্ক :

চাঁদপুর শহরে ডি‌বি পুলিশের অভিযানে বাজার থেকে আরো নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করা হয়েছে। ২৪শে মে রবিবার দুপুরে দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেশ কিছু মানহীন ভেজাল নকল স্যাভলন, হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজার সামগ্রী উদ্ধার করা হয়। ডিবি’র এসআই জাহেদ হাসান এ অভিযানের নেতৃত্ব দেনন।

এ ব্যপারে ডিবি’ এসআই জানান, শ‌নিবার দুপুরে শহরের চিত্রলেখা মোড় এলাকার নিলুফা ভবনের দোতলা থেকে বিপুল পরিমান মানহীন ভেজাল নকল স্যাভলন, হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজার জব্দসহ কলিমউদ্দিন নামে এক যুবককে আটক করা হয়।

যার নামে মামলা হয়েছে। তার তথ্যের ভিত্তিতে বাজার থেকে ভেজাল সেসব স্যানিটাইজার উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ব্যপারে ডি‌বি চাঁদপুরের ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, প্রতারণার ব্যবসা বন্ধে আমাদের এই ধরণের সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ভেজাল এ সব পণ্য যাতে বাজারে বিক্রি করা না হয় ফার্মেসি ও ডিপাটমেন্টাল স্টোর মালিকদের জিজ্ঞাসাবাদ করে সর্তক করা হয়েছে।

চাঁদপুর ঔষধ ব্যবসায়ি সমিতির সহ সভাপতি কবির খান জানান,ভেজাল আঁচ করতে পেরে আমাদের কাছে যা ছিল আমরা বাক্সবন্দি করে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছি।ডিবি পুলিশ সেগুলো নিয়ে গেছে।