লক্ষ্মীপুরে করোনা রোগী শনাক্ত নতুন করে ২ : মোট শনাক্ত ১৮৮

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে করোনা ভাইরাস সংক্রমের সংখ্যা প্রায় দিনে দিনে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো দু’জনের শরীরে কভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৮৮ জন । এদের দু’জনই রায়পুর উপজেলার বাসিন্দা ।

এদের মধ্যে একজন ঢাকা থেকে করোনা পজেটিভ নিয়ে এসেছেন, অপরজন স্থানীয়ভাবে সংস্পর্শে সংক্রমিত হয়েছে। এ দিকে রায়পুর উপজেলায় কভিড-১৯ মোট ৩৭ জন, সদর-৭৯জন, রামগঞ্জ-৩৬, কমলনগর-১৯ এবং রামগতি উপজেলায় ১৭জন। কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে এ পর্যন্ত দু’জন। এ ছাড়াও নমুনা পরীক্ষার জন্য পেন্ডিং রয়েছে ৯৫টি।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ জন, মোট জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। এদের মধ্যে হোম আইসোলেশনে থাকা সুস্থ হওয়ার ছাড়পত্র পেয়েছেন ৬ জন এবং আইসোলেশনে বর্তমানে ভর্তি রয়েছেন-৩জন।

এদিকে গত ২৩ মে দ্বিতীয় বারের মতো জেলায় লকডাউন দেয়া হলেও অনেক ক্ষেত্রে মানুষ সামাজিক দূরত্ব মানছেনা। যার ফলে করোনা ভাইরাসের সংক্রমন দিন দিন বেড়েই চলেছে।