পঞ্চগড়ে ছিনতাইকারী চক্রের প্রধান আটক

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে ছিনতাইকারী চক্রের প্রধান ইবনে সিনা ওরফে পুষ্পকে (৩২) আটক করছে পঞ্চগড় সদর থানা পুলিশ। সে ছিনতাইসহ একাধীক মামলার আসামি।

পঞ্চগড় ধাক্কামাড়া এলাকা থেকে সোমবার রাতে ইবনে সিনা ওরফে পুষ্পকে আটক করে পুলিশ। সে পঞ্চগড় পৌরসভার ধাক্কামাড়া এলাকার মৃত আশরাফুল আলম আমিনের ছোট ছেলে।

পুলিশ জানায়, গত ২৯ মে রাতে পঞ্চগড়ের মিনা বাজারের সামনে আশরাফুল ইসলাম ও মাসুম নামের দু’জন মোটরসাইকেল আরোহীকে
রাস্তায় আটকিয়ে মারধর করে টাকাসহ ম্যানিব্যাগ ছিনতাই করে রাস্তায় ফেলে ইবনে সিনা ওরফে পুষ্প ও কয়েক জন ছিনতাইকারী পালিয়ে যায়।

পরে রাস্তায় আহত অবস্থায় আশরাফুল ও মাসুমকে পরে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

পরেরদিন ৩১ মে রোববার আশরাফুল ও মাসুম পঞ্চগড় সদর থানায় ইবনে সিনা ওরফে পুষ্পসহ চারজনের নামে মামলা দায়ের করে। এরি পরিপ্রেক্ষিত সোমবার রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধাক্কামাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি ইবনে সিনা ওরফে পুষ্পকে আটক করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ জানান, ছিনতাইকারী দলের প্রধান ইবনে সিনা ওরফে পুষ্পকে পুলিশের একটি দল ধাক্কামাড়া এলাকা থেকে আটক করছে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে থানায় একাধীক মামলা রয়েছে।