দোহারে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

শহীদুল্লাহ্ (সুমন) – দোহার উপজেলা প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃত নুরুল ইসলাম খান(৬৫) দোহার পৌরসভার ঘোনার মজিদ খানের সেজ ছেলে। বুধবার রাতে তার মৃত্যু ঘটে।

এলাকাবাসী জানায়, মৃত নুরুল ইসলাম বিগত ১৫ দিন ধরেই জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিবারের লোকজন সামাজিকভাবে নিঘৃহিত হওয়ার ভয়ে তার কোন টেস্ট না করিয়া তাকে বাড়িতে আলাদা ভাবে আইসোলেশনে রাখে। কিন্তু দিনে দিনে অবস্থার অবুনতি ঘটে নুরুল ইসলামের।

এবং বুধবার রাতে তিনি মৃত্যু বরন করেন। ইতিমধ্যে তার লাশের থেকে করোনা নমুনা সংগ্রহ করেছে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

৩ জুন বুধবার দুপুর সাড়ে বারোটায় নুরুল ইসলামকে নুরপুর ঘোনা কবরস্থানে দাফন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম তার লাশ দাফনে সার্বিক তত্ত্বাবধানে ছিল।

এই টিমের প্রধান সুলাইমান বেপারীর নেতৃত্বে ৮ জন স্বেচ্ছাসেবক লাশের গোসল, জানাজা, দাফনের সকল কার্যক্রমে অংশ নেয়।