এবার পঞ্চগড় জেলা পুলিশের তিন নারী সদস্যের করোনা জয়

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলা পুলিশের তিন নারী পুলিশ সদস্য করোনা জয় করে কাজে ফিরেছে। চলমান করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে পঞ্চগড় জেলা পুলিশের করোনায় আক্রান্ত হওয়া তিন জন গর্বিত নারী পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন।

পুুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে তিন করোনা যোদ্ধাকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এসময় জেলা পুলিশ সদস্যরা সারিবদ্ধ হয়ে দাড়িয়ে করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানায়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায়, গত ১৪ মে ডিএমপি, ঢাকা হতে বদলীসূত্রে নয় জন নারী পুলিশ সদস্য পঞ্চগড় জেলায় যোগদান করেন। যোগদানের পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয় এবং করোনা ভাইরাস টেস্ট করা হয়। গত ২১ মে তাদের তিন জনের করোনা পজেটিভ আসে। তাদের পুলিশ লাইন্সে আইসোলেশনে রেখে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।

সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী উক্ত নারী পুলিশ সদস্যদের পরপর দুইবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুই বারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত এবং সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

এ নিয়ে পঞ্চগড় জেলা পুলিশের করোনায় আক্রান্ত চার জন পুলিশ সদস্যই সুস্থ হয়ে কাজে ফিরলেন।