এভাবে তাকাতে নেই : রুদ্র অয়ন

রুদ্র অয়ন-এর কবিতা
এভাবে তাকাতে নেই

বালিকা,
ভুবন মোহিনী হাসি দিয়ে
এভাবে নজর কারা দৃষ্টিতে
আমার দিকে কেন
ফিরে ফিরে তাকাও?
এভাবে তাকাতে নেই।

এ হৃদয় পুড়ে যায়
পুড়ে যাওয়া মন
বৃষ্টি চায় ভীষণ ভাবে;
একটুখানি ছুঁয়ে থাকার
একটুখানি ভালোবাসার বৃষ্টি!

মিষ্টি মুখের দুষ্টু হাসি দিয়ে
এভাবে তাকাতে নেই,
আমার হৃদয়ে যে ঝড় ওঠে!

হয়তো তুমি অন্য কারো,
তোমার বুকে হয়তো
অন্য কারো বাস।
তবুও মুগ্ধতায় তুমি
আমার তনু মন ছুঁয়ে যাও,
কেবল তোমায়
ছুঁতে পারিনা আমি!

বেদুঈন অনুভূতিগুলো
তোমার স্লোগানে হয় মুখর,
অথচ তুমি আমার হৃদপিণ্ডে,
লোহিত রক্ত কণিকায় বসে
মুগ্ধতার মালা গাঁথো!

ভুবন মোহিনী হাসি দিয়ে
এভাবে নজর কারা দৃষ্টিতে
তাকাতে নেই হে বালিকা,
মিষ্টি মুখের দুষ্টু হাসি দিয়ে
এভাবে তাকাতে নেই।