পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন, আগাম বর্ষা নামায় লোকসানের আশংকা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে এবছর মরিচের বাম্পার ফলন হয়েছে। আগাম বর্ষা নামায় অনেক কৃষকের মরিচের গাছ পানিতে ডুবে যাওয়ায় মরিচের গাছ মরে গেছে। আবার কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে মরিচ শুকাতেও পারছেন না চাষিরা। এতে লোকসানের আশংকা দেখা দিয়েছে মরিচ চাষিদের মনে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এবার পঞ্চগড়ের ৫ উপজেলায় ১০ হাজার ৫২০ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়।

এবার জেলায় মোট ৩২ হাজার ৮৩৬ মেট্রিক টন মরিচ উৎপাদন হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২ হাজার মেট্রিক টন মরিচ বেশি।

বৃষ্টির কারনে কৃষক মরিচ শুকাতে পারছেনা। রোদ না থাকায় মরিচ নিয়ে বিপাকে পরেছে চাষিরা। এদিকে অনেকের শুকনা মরিচ বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে মরিচ বাজারজাত কষ্ট হয়ে দাড়াবে।

গত বছরের চেয়ে এ বছর মরিচের দাম বেশি। এবার প্রতি মণ মরিচ ৪ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু হানিফ জানান, এ বছর মরিচের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে চাষিরা মরিচ শুকাতে পারছে না। তবে গত বছরের চেয়ে এবছর বাজারে মরিচের দাম অনেক ভালো রয়েছে।