মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঞ্চগড়ের কৃতীসন্তান প্রফেসর আনোয়ার হোসেন সরকারের ইন্তেকাল

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অবিভক্ত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সাবেক উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর এবং রাজশাহী অঞ্চল, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আলহাজ্ব আনোয়ার হোসেন সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে ১২ জুলাই (রবিবার) ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়ে, আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বাদ জোহর নামাজে জানাজা শেষে পঞ্চগড়ের হাফিজাবাদ গহিমণ নেছা মাদ্রাসা মাঠে রাস্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

পঞ্চগড়ের এই কৃতি সন্তানকে হারিয়ে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে সে সাথে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।