মাদারীপুর কালকিনি-রাজৈরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনাসভা

মাজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলার কালকিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা অডিটরিয়াম কক্ষে দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোস্তফা কামাল প্রমুখ।

রাজৈরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ শ্লোগানকে সামনে রেখে রাজৈর উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন শেষে রাজৈর উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান। সভায় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, আ ফ ম ফুয়াদ।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাুল, পৌর মেয়র শামীম নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এইচ এম মাহাবুব হোসেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১৩ অক্টোবর ২০২০ খ্রি. ২৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার