শিবচরে ৩১ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :

মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদী থেকে ৩১ জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের টিম। আটককৃতদের মধ্যে ২৫ জেলেকে ৭ থেকে ১০ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে এ সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় প্রায় ৮০ হাজার মিটার জাল, ১ টি মাছ ধরার ট্রলার ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

শিবচর উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত শিবচরের পদ্মানদীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের টিম। জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মাহবুবুল হক, শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এম.রাকিবুল হাসান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এটিএম সামসুজ্জামান এবং পুলিশের একটি টিম অভিযানে অংশ নেন।

এসময় পদ্মানদীতে মাছ ধরতে থাকা অবস্থায় ৩১ জন জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ৮০ হাজার মিটার জাল, ১০ কেজি ইলিশ ও ১ টি মাছ ধরার ট্রলার। আটককৃতদের মধ্যে ৬ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং বাকী ২৫ জনকে ৭থেকে ১০ দিন করে কারাদন্ড দেয়া হয়।

জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন,’ দিনরাত করে অভিযান চালানো হচ্ছে। বাকী দিনগুলোতেও এ অভিযান চলবে।’

জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মাহবুবুল হক জানান,’মা ইলিশ রক্ষায় প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। সার্বক্ষণিক পদ্মানদীতে অভিযান চলছে।’