নবাবগঞ্জে লকডাউন সফল করতে মোবাইল কোটে ৩৩ জনকে অর্থদণ্ড

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩৩ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাগমারা বাজার, যন্ত্রাইল, শোল্লা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩৩ টি মামলায় ৩৩ জনকে ৯ হাজার ৭ শত টাকা আর্থিক দণ্ড প্রদান করেন। সেনাবাহিনী, বিজিবি সহ নবাবগঞ্জ থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল জানান, করোনা সংক্রমণরোধে আগামী ১৬ জুলাই পর্যন্ত উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।