হিমাঙ্কের হিম ঘরে : জিএম মুছা

এখন বড় বেশি স্বপ্ন দেখি ,হৃদয়ে লালন করি সকাল- দুপুর -অহরাত্র হয়ে ওঠি স্বপ্নবিলাসী,অবচেতন মনেই স্বপ্নরা বাসা বাঁধে, মস্তিষ্কের কোষে,হাজারো স্বপ্ন স্মৃতির ক্যানভাস জুড়ে স্বপ্ন জাগে ,স্বপ্ন ভাসে, সফলতার মাপ-কাঠি ছুঁয়ে খ্যাতির শীর্ষে যারা ,কালে কালে যুগে- যুগে ইতিহাস সৃষ্টি করেছে -শীর্ষে ওঠার, হাতছানি দেয়, স্মৃতির কড়া নাড়ে বার-বার উঁকি দেয় মনের কার্নিশে হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ সন্তান ,শেখ মুজিব যখন পড়ি ,ডেল কার্নেগী ,লুৎফর রহমান -শিবখেরা, ভাবনা বুদ বুদ খুলে যায় দরজা ছুঁয়ে যায় স্বপ্ন, খ্যাতির শীর্ষে ওঠার সকল সিঁড়ি, তারপর একসময় সকল চিন্তা-চেতনা, ভাবনা আর স্বপ্নেরি বরফ জমে হিমাঙ্কের হিমঘরে।।