দোহারে গুড নেইবারস বাংলাদেশ-এর আয়োজনে হাত ধোয়া দিবস পালিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :

সাধারণ মানুষের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে ‘আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ, চলো একসঙ্গে এগিয়ে চলি’ এই প্রতিপাদ্যে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুশাই এলাকায় শিশু ও অভিভাবদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করেন বক্তারা।

সভায় বক্তারা বলেন, ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া করোনাভাইরাসের বিস্তৃতি রোধে প্রধান সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু করোনার বিস্তৃতি রোধই নয়; জ্বর, ডায়রিয়ার মতো রোগের প্রাদুর্ভাব রোধেও স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়া কার্যকর ভূমিকা রাখতে পারে।

গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে ও হেলথ অফিসার মো. শাহীন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিডিসি সদস্য ইমাম মো. জাহাঙ্গীর আলম, গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র মেডিকেল অফিসার ডা. ফাহাদ বিন লতিফ, এডমিন সিনিয়র অফিসার আব্রাহাম বালা, ইন্টার্ণ সজল সরকার-সহ ভলেন্টিয়ারবৃন্দ।

সভা শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত অভিভাবক ও শিশুদেরকে সাবান উপহার দেওয়া হয়।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়