নতুন সব ফিচার নিয়ে আসছে রেডমির ৩ ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
স্মার্টফোনের কল্যাণে পৃথিবী এখন হাতের মুঠোয়। তাই তো এর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। আর গ্রাহকদের কথা মাথায় রেখে স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করছে এর সঙ্গে। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে নতুনত্বের কোনো কমতি রাখা যাবে না। কেননা অসংখ্য ব্র্যান্ডের মধ্যে যারা এখনো টিকে আছে, তাদের প্রতিনিয়ত নিজেদের আপডেট রাখতে হচ্ছে।

গ্রাহকদের সেসব চাহিদার কথা মাথায় রেখে নতুন নতুন ফোন আনছে রেডমি। এবারও উন্নত সব প্রযুক্তি সম্বলিত তিনটি মডেল আগামী ২৮ অক্টোবর বাজারে আনতে যাচ্ছে চীনা ব্র্যান্ড রেডমি।

রেডমির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ অক্টোবর চীনে একটি লঞ্চ ইভেন্টে রেডমি নোট ১১ মডেল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটবে। এই সিরিজে রেডমি নোট ১১, রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস হ্যান্ডসেট আসতে পারে বলে শোনা যাচ্ছে।

রেডমির তিনটি মডেল আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই এর ফিচারগুলো কি কি তা জানা গেছে। চলুন একনজরে দেখে নেওয়া যাক সেগুলো-

রেডমি নোট ১১ ফোন

* ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি+ ১২০ হার্টজ এলসিডি ডিসপ্লে
* ডাইমেনসিটি ৮১০ ৫জি চিপসেট
* LPDDR4x র‌্যাম
* ইউএফএস ২.২ স্টোরেজ
* ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি
* ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
* ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা
* আইআর ব্লাস্টার থাকবে
* ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ থাকবে

রেডমি নোট ১১ প্রো

* ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে
* ডাইমেনসিটি ৯২০ ৫জি চিপসেট
* LPDDR4x র‌্যাম
* ইউএফএস ৩.১ স্টোরেজ
* ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি
* ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
* ১০৮ মেগাপিক্সেল (Samsung HM2) + ৮ মেগাপিক্সেল (Sony IMX 355 আল্ট্রা ওয়াইড) + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা
* এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর
* জেবিএল পাওয়ার্ড স্টেরিও স্পিকার এবং এনএফসির মতো ফিচার
* ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে বেছে নেওয়া যাবে

রেডমি নোট ১১ প্রো প্লাস

* রেডমি নোট ১১ প্রো-র মতো স্পেকস থাকবে রেডমি নোট ১১ প্রো প্লাস ভ্যারিয়েন্টে। পার্থক্য বলতে ডাইমেনসিটি ৯২০ চিপসেট ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংয়ের বদলে প্রো+ ভ্যারিয়েন্টে ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

* রেডমি নোট ১১ প্রো প্লাস ৮ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের হবে।

বোঝাই যাচ্ছে রেডমি প্রেমীরা এবার তাদের মনের মতো কয়েকটি হ্যান্ডসেট পেতে যাচ্ছে। এর জন্য অবশ্য তাদের অপেক্ষা করতে হবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। সূত্র: এনডিটিভি

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?